আনন্দ-উদ্দীপনায় কানাডায় শারদীয় দুর্গোৎসব উৎযাপন

কানাডায় দূর্গাপূজা উৎযাপন
কানাডায় দূর্গাপূজা উৎযাপন | ছবি: এখন টিভি
0

দেশের মতো কানাডাতেও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালিরা মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেন। শেষ দিন ছিল বিষাদের ও কষ্টের। ভক্তরা প্রার্থনা করেন, যুদ্ধ ও সংকটমুক্ত পৃথিবীর।

প্রতি বছরই কানাডায় বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে শারদীয় দুর্গোৎসব। এবারও ছিল না তার ব্যতিক্রম। হাজারো ভক্তের সমাগমে পূজার এ দিনগুলোতে মুখরিত হয় কানাডার বিভিন্ন শহরের পূজামণ্ডপগুলো। বিশেষ করে টরন্টোর দুর্গাবাড়িতে বড় আয়োজন নজর কাড়ে দুই বাংলার মানুষদের।

আরও পড়ুন:

টরন্টো ছাড়াও মন্ট্রিয়াল, ক্যালগেরি, ভ্যাঙ্কুভারেও পূজা উদযাপনে ছিল বড় আয়োজন। হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও ভিন্ন ধর্মের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দেন এতে। শেষ দিন বিজয়া দশমীতে ছিল যথারীতি বিদায়ের সুর।

ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শাঁখের আওয়াজ আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয় মণ্ডপগুলো। নানা মাত্রিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবে হয় দেবী দুর্গার আরাধনা।

এফএস