কানাডায় এখন বাংলাদেশি পোশাক খুব সহজেই মেলে। আর যদি থাকে টরন্টোর ড্যানফোর্থ বাঙালি পাড়া। কী নেই এখানে! বাঙালি ক্রেতাদেরও পছন্দের শীর্ষে এখানকার দেশিয় দোকানগুলো।
কেবল বাংলাদেশের মানুষজনই নন, কলকাতার বাঙালিরাও এখান থেকে খুঁজে নেন উৎসব পার্বণের পোশাক।
দুর্গাপূজা ঘিরে নতুন নতুন পণ্যে সেজেছে শোরুম। ডলারের হিসেবে দামটা একটু বেশি মনে হলেও, আনন্দ উদযাপনের কাছে তা নিতান্তই কম।
টরন্টো সারদা ফ্যাশন সহ-প্রতিষ্ঠাতা মুক্তা রায় বলেন, ‘আমাদের কাছে হিউজ কালেকশন আছে। শাড়ী, পাঞ্জাবি, জুয়েলারি। পাঞ্জাবি আমাদের কাছে ২৫ ডলার থেকে শুরু। আপনারা সব ধরণের পাঞ্জাবি পেয়ে যাবেন এখানে।’
আরও পড়ুন:
সকাল থেকে রাত, নানা বয়সী ক্রেতার ভিড় চোখে পড়ছে। বিভিন্ন ধরনের মানুষের কথা মাথায় রেখে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ দু’জায়গা থেকেই আনা হয়েছে ঐতিহ্যবাহী পোশাক।
টরন্টো ছাড়াও মন্ট্রিয়াল, ক্যালগেরি, ভ্যাঙ্কুভারেও পূজার বড় আয়োজন রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও অন্য ধর্মের মানুষও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কেনাকাটা করছেন। কোথাও কোথাও মিলছে ছাড়।
অনেকে আবার কানাডিয়ান শপিংমলেও সারছেন কেনাকাটা। পূজা শেষে অক্টোবরে রয়েছে থ্যাংকস গিভিং ডে। ফলে সার্বিকভাবে জমে উঠেছে বেচাবিক্রি।




