২৫০ বছরের পুরনো রয়েল লন্ডন হাসপাতাল এখন আধুনিক টাউন হল

পুরনো রয়েল লন্ডন হাসপাতাল
পুরনো রয়েল লন্ডন হাসপাতাল | ছবি: এখন টিভি
0

ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ২৫০ বছরের পুরনো রয়েল লন্ডন হাসপাতাল এখন আধুনিক টাউন হল। ঐতিহাসিক ভবনের উদ্বোধনে যোগ দেন হাজারো মানুষ। নতুন টাউন হল থেকে জনগণের সেবাকে আরও কাছে ও সহজলভ্য করার প্রত্যাশা সকলের।

২৫০ বছরের পুরনো রয়েল লন্ডন হাসপাতাল এখন থেকে টাউন হল। যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাসকারী ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিজস্ব ভবন এটি।

হাসপাতালের পুরনো ভবনটি প্রায় সাড়ে আট মিলিয়ন পাউন্ডে ক্রয় করে কাউন্সিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় দশ হাজার মানুষের পদচারণায় পরিণত হয় মিলন মেলা। দেখতে আসা প্রবাসীরা স্মৃতিচারণ করেন পুরোনো দিনের কথা। দেখতে আসা প্রবাসীরা জানান, তারা এখানে এসে দেখতে পাচ্ছে বর্তমানে তারা কতটা অগ্রসর হয়ে গেছে।

আরও পড়ুন:

আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন নির্বাহী মেয়র লুতফুর রহমান। এসময় তিনি জানান, ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনাটি আবারো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে তিনি আনন্দিত।

টাওয়ার হ্যামলেটস মায়ূম মিয়া তালুকদার ডেপুটি মেয়র বলেন, ‘পুরো কমিউনিটি থেকে মানুষ এখানে আসে। তারা এখানে এসে উপভোগ করে। এটি এক্সেপশনাল একটি ইভেন্ট হয়েছে।’

ওপেন ডে ও কাউন্সিলের ৬০তম বার্ষিকীতে দিনব্যাপী ছিল বিভিন্ন কমিউনিটির সাংস্কৃতিক পরিবেশনা, ফেস পেইন্টিং, খেলাধুলাসহ নানা আয়োজন। রূপান্তরিত টাউন হল তাদের সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেবে এমনটা প্রত্যাশা সাধারণের।

১৭৫৭ সালে নির্মিত রয়েল লন্ডন হাসপাতালের পুরনো ভবনটি ২০১৪ সাল থেকে বন্ধ ছিল। প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে সংস্কার শেষে ২০২৩ সালে কাউন্সিলের নিজস্ব টাউন হলে রূপান্তর করা হয়। নিজস্ব ভবনের কারণে প্রতি বছর কাউন্সিলের লাভ হবে প্রায় ১৬ মিলিয়ন পাউন্ড।

এফএস