মির্জা ফখরুল জানান, রোববার (৭ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারে।
আজ সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন:
খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন তিনি।
এদিকে এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে কাতার অ্যাম্বাসির এক বিশেষ সূত্র নিশ্চিত করে।
উল্লেখ্য, আজই বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা করার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্সটির।




