মিশিগান, যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য। এখানকার ডেট্রয়েট, হামট্রাম্যাক, ওয়ারেন, স্টার্লিং হাইটস ও ট্রয়ের মতো শহরগুলো গড়ে উঠেছে বাংলাদেশিদের ঘনবসতিপূর্ণ কমিউনিটি।
দোকানপাট, শিক্ষা, সংস্কৃতি এমনকি জনপ্রতিনিধিত্বেও রয়েছে দৃশ্যমান অংশগ্রহণ। কিন্তু নেই বাংলাদেশের একটি স্থায়ী কনস্যুলেট। যেখানে মিলবে নিয়মিত রাষ্ট্রীয় সেবা।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, 'এখানে আমরা অনেক বাঙালি বসবাস করছি। দীর্ঘদিন যাবৎ এখানে বসবাসরত আমাদের সকলেরই প্রাণের দাবি যে, এখানে একটি স্থায়ী কনস্যুলেট স্থাপন করা হোক।'
বছরে একবার আসা ভ্রাম্যমাণ কনস্যুলেট ক্যাম্পই মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের একমাত্র ভরসা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সেবা নিতে বাধ্য হন হাজারো প্রবাসী।
সবশেষ এমন এক ক্যাম্প তিন দিনে শেষ হয়। যদিও দুদিনের জন্য সেখানে এসেছিলেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে একজন বলেন, 'বাংলাদেশ কনস্যুলেট সার্ভিসের যে সেবাগুলো দেয়া হচ্ছে সেগুলোর জন্য একটা স্থায়ী কনস্যুলেট সার্ভিস এখানে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।'
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্থায়ী কনস্যুলেট আছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও হিউস্টনে। তাই যে কোনো রাষ্ট্রীয় সেবার প্রয়োজন হলেই অতিরিক্ত খরচ যেমন গুণতে হয়, তেমনি লাগে বাড়তি সময়।
এ অবস্থায় কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের দাবি প্রবাসীদের। মিশিগানে বাংলাদেশের একটি স্থায়ী কনস্যুলেটের মাধ্যমে শুধু সেবাই নয়, এটি দেশের মর্যাদার প্রতীক হয়ে উঠবে বলেও মনে করেন বাংলাদেশি অভিবাসীরা।