কাতারের রাজধানী দোহার অন্যতম জনবহুল এলাকা এশিয়ান টাউন। একটা সময় ভারতীয়দের দখলে ছিলো সেখানকার রেস্টুরেন্ট ব্যবসা।
অঞ্চলটিতে দিনদিন প্রবাসী বাংলাদেশিদের বসবাস বাড়ায় ভারতীয় রেস্টুরেন্ট ব্যবসায়ীদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন অনেক বাংলাদেশি উদ্যোক্তা।
এশিয়ান টাউন ও প্লাজা মহল মিলিয়ে ৩০টির বেশি রেস্টুরেন্টের প্রায় সবগুলোই বাংলাদেশি মালিকানাধীন। যেখানে কর্মসংস্থান হয়েছে অনেক প্রবাসীর।
এ বিষয়ে একজন জানান, এক কালে রেস্টুরেন্ট ব্যবসা ভারতীয়দের দখলে ছিল। এখন বাংলাদেশিদের আধিপত্য। বিশেষ করে এশিয়ান টাউনে যতগুলো দোকান আছে সেখানে বাংলাদেশিদের আধিপত্য রয়েছে।
বাংলাদেশি রকমারি খাবারের মজাদার স্বাদ নিতে এসব রেস্টুরেন্টে ভিড় করেন ভোজনরসিকরা। এছাড়া বিদেশে বসে দেশি কাচ্চি, বিরিয়ানি, মেজবানিসহ সবরকম দেশি খাবার খেতে যান প্রবাসীরাও।
দেশটিতে চার লাখের বেশি প্রবাসীর মধ্যে শুধু রেস্টুরেন্ট খাতে কর্মরত ১০ হাজারের বেশি বাংলাদেশি, যারা বড় ভূমিকা রাখছেন রেমিট্যান্স প্রবাহে।