ধর্ম
প্রবাস
0

বেড়েছে ওমরাহ পালনকারীর সংখ্যা

ওমরাহ পালন সহজ করতে সৌদি সরকারের প্রচেষ্টার সুফল মিলতে শুরু করেছে এরইমধ্যে। তীব্র দাবদাহের মধ্যেই ওমরাহ পালনে সৌদি আরবে ছুটে যাচ্ছেন দেশবিদেশের মুসল্লিরা। বিশেষ করে উপমহাদেশের ওমরাহ যাত্রীদের সেবা দিতে গিয়ে ব্যস্ততা বেড়েছে মক্কার হোটেল, রেস্তোরাঁগুলোতে।

২০২৫ সালে ওমরাহ পালনে বহির্বিশ্বের দেড় কোটি মুসলিমকে স্বাগত জানাতে চায় সৌদি আরব। ইসলাম ধর্মের পবিত্রতম দুই স্থানে আরও বেশি মানুষের আগমন নিশ্চিতে সরকারি প্রচেষ্টার ফল মিলতে শুরু করেছে বলেই এ লক্ষ্যমাত্রা সপ্তাহখানেক আগে জানিয়েছে রিয়াদ। লক্ষ্য অর্জন হলে মহামারিপূর্ব অবস্থার প্রায় দ্বিগুণ মানুষ ওমরাহ পালন করবেন আগামী বছর। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৮৫ লাখ।

লক্ষ্য অর্জনে বাড়তি অবকাঠামো নির্মাণ, ডিজিটাল সেবাদানে প্রযুক্তির আধুনিকায়ন, মক্কা ও মদিনায় ১৫টি ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র সংস্কারের কাজে হাত দিয়েছে সৌদি সরকার। যার সুফলও মিলতে শুরু করেছে এরইমধ্যে। তীব্র দাবদাহ উপেক্ষা করেই চলতি মৌসুমে ওমরাহ পালনে সৌদি আরবে ছুটে যাচ্ছেন দেশবিদেশের মুসল্লিরা।

ইতালি থেকে আসা এক বাংলাদেশি জানালেন, ভবিষ্যতে পরিবারকে নিয়ে আসার পরিকল্পনাও আছে তার।

ওমরাহ যাত্রীদের মধ্যে বয়োবৃদ্ধ পুরুষ, নারী থেকে শুরু করে শিশুদের উপস্থিতিও লক্ষণীয়। বর্তমানে ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে পরিবার নিয়ে ওমরাহ পালনে আসছেন অনেকে। পাকিস্তান, মিশর ও ইন্দোনেশিয়া থেকে আসছেন সবচেয়ে বেশিসংখ্যক মুসল্লি। বাংলাদেশ আর ভারত থেকেও উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক ওমরাহ পালন করছেন। উপমহাদেশের ওমরাহযাত্রীদের সেবা দিতে গিয়ে ব্যস্ততা বেড়েছে মক্কার হোটেল, রেস্তোরাঁগুলোতে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়িরাও হচ্ছেন লাভবান।

ধারাবাহিকতা বজায় থাকলে ২০৩০ সাল নাগাদ বছরে তিন কোটি মানুষ ওমরাহ পালনে সৌদি আরবে পা রাখবেন বলে আশাবাদী রিয়াদ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর