প্রবাস

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ছে

শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, আমদানি-রপ্তানি ও বিনিয়োগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশের। সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপিত হয়। যৌথ উদ্যোগে বছরব্যাপী আয়োজন করা হয় নানা অনুষ্ঠান।

১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্যদিয়ে সূচনা হয় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এই সম্পর্কের মধ্য দিয়ে চালু হয় দেশটির শ্রমবাজার।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ২০০৪ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত দেশটিতে নারীকর্মী গেছেন ১ লাখ ৩০ হাজারের বেশি। বর্তমানে সাধারণ শ্রমিকদের পাশাপাশি, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ নানা পেশায় নিয়োজিত আছেন বাংলাদেশি নারীরা।

দুবাই ও উত্তর আমিরাতের বিমানের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা বলেন, 'এখানে শুধু নারীকর্মী নেই। আছে উদ্যোক্তা, ব্যবসায়ীসহ নানা পেশার নারী।'

নারীকর্মীদের অগ্রগতি ও ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্ব সহকারে তুলতে ধরতে চায় আবুধাবির বাংলাদেশ দূতাবাস। কূটনৈতিক সম্পর্কের সূবর্ণজয়ন্তী উপলক্ষে নারীর ক্ষমতায়ন শীর্ষক এক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে দুই দেশ।

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, 'বাংলাদেশ নারী ক্ষমতায়নে যে ধরনের ভূমিকা পালন করছে বিভিন্ন দেশের বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে সেগুলো এ দেশের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য এই আয়োজন।'

বিগত পঞ্চাশ বছরে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের বড় অংশ দখল করে আছে প্রবাসী বাংলাদেশিরা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর