ইতালিয়ান রাজনীতিতে বাড়ছে বাংলাদেশিদের সম্পৃক্ততা

ইতালিয়ান রাজনীতিতে শক্ত অবস্থান প্রবাসী বাংলাদেশিদের
ইতালিয়ান রাজনীতিতে শক্ত অবস্থান প্রবাসী বাংলাদেশিদের | ছবি: এখন টিভি
0

ইতালিয়ান রাজনীতিতে বাড়ছে বাংলাদেশিদের সম্পৃক্ততা। দেশটির অন্যতম বন্দর নগরী ও গুরুত্বপূর্ণ অঞ্চল মনফালকোনে থেকে দ্বিতীয়বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি সানি ভূইয়া। তিনি মনে করেন, কঠোর পরিশ্রম এবং ইতিবাচক ভূমিকা রাখলে, ইতালিয়ান রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলা সম্ভব।

ইতালিতে বাংলাদেশিদের অবস্থান প্রায় অর্ধ শতকের। তবে দেশটির মূলধারার রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণ বেশি দিনের নয়। কিন্তু এরই মধ্যে ভালো অবস্থানের দিকে হাঁটতে শুরু করেছে।

সম্প্রতি ইতালির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ মনফালকোনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইতালির ক্ষমতাসীন ডানপন্থি বিজয় হলেও, বামপন্থী পিডি দলের হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ইতালিতে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হোন।

ইতালির মনফালকোনে কাউন্সিলর সানি ভুইয়াঁ বলেন, ‘মনফালকোনে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশিরা। সামনে এই চ্যালেন্জ নিয়ে কাউন্সিলে এই সমস্যাগুলো তুলে ধরবো।’

দেশটির সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখতে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ জরুরি বলে মনে করেন নবনির্বাচিত এই কাউন্সিলর। তিনি মনে করেন ইতালিয়ান রাজনীতিতে সম্পৃক্ততা যত বাড়বে, ততই সহজ হবে প্রবাসীদের সমস্যার সমাধান।

ইএ