বিশ্বের বিভিন্ন দেশে পালিত হলো মহান স্বাধীনতা দিবস

0

যাথাযোগ্য মর্যাদায় বিশ্বের নানা দেশে পালিত হলো বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৫৪তম স্বাধীনতা দিবস পালিত হয়। প্রথম পর্বে জাতীয় পতাকা উত্তোলন শেষে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের কর্মকর্তাগণ।

দ্বিতীয় পর্বে স্বাধীনতা দিবসের বিশেষ আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। এসময় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, '১৯৭১ সালে যে সকল মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন আজকের দিনে আমি তাদের স্মরণ করতে চাই।'

মালয়েশিয়ায় আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার মো. শামীম আহসান।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান স্বাধীনতা দিবস। দিবসটির তাৎপর্য তোলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

অনুষ্ঠানে অংশ নেন কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীসহ বেসরকারি সংগঠনের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা।