অর্থনীতি
প্রবাস
'বিদেশে কর্মী পাঠানোর আগে দক্ষতা বাড়ানোর তাগিদ'
দেশের বাইরে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ বাড়ছে বাংলাদেশিদের। তবে বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর তাগিদ শ্রমিক গ্রহীতা দেশগুলোর। স্থানীয় সময় সোমবার (১২ ফেব্রুয়ারি) দুবাইয়ে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠানে একথা জানান আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশের রেমিট্যান্সের বেশিরভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যেখানকার বিভিন্ন খাতে কাজ করছেন লাখ লাখ বাংলাদেশি। তবে এখনও রয়েছে দক্ষ কর্মীর চাহিদা। এই ঘাটতি পূরণে দুবাইয়ে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সম্মাননা ও আলোচনা সভায় প্রশিক্ষণ বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেন, 'বিদেশ থেকে যে ধরণের কর্মী চায় আমরা সে ধরণের কর্মীর ব্যবস্থা করবো। এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করবো। তাদের জন্য ট্রেনিং সেন্টার তৈরি করবো।'

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে এজেন্সিগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'যারা কর্মী বাইরে পাঠায় তাদেরই দায়িত্ব প্রশিক্ষণের দিকে খেয়াল রেখে দক্ষ শ্রমিক তৈরি করা। এবং সরকারের তাদেরকেই বেশি করে দেখা উচিত।'

অনুষ্ঠানে সিআইপিদের জন্য বাংলাদেশে আলাদা অর্থনৈতিক অঞ্চল তৈরির দাবি জানান অ্যাসোসিয়েশনের নেতারা। প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসন রাখারও প্রস্তাব রাখেন তারা।

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির বলেন, 'আরব আমিরাতে কোনো বাধ্যবাধকতা না থাকায় আমরা বেশি টাকা পাঠাতে পারছি। আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রবাসীদের বলতে চাই আপনারা সবাই বৈধ পথে টাকা পাঠান। দেশ উপকৃত হবে, সাথে আপনারাও উপকৃত হবেন।'

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন , 'আলাদা করে ইকোনোমিক জোন ঘোষণা করলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের আরও দাবি আছে। আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে কথা বলেছি। আশা করি সরকার এগুলো যথাযথভাবে পালন করবেন।'

দুবাইয়ে পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের ৩২টি দেশের ৯৫ জন সিআইপিকে বিশেষ সম্মাননা দেয় এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন ।

এমএসআরএস