সিআইপি অ্যাওয়ার্ড পেলেন লায়ন শাহ নেওয়াজ

পুরস্কার হাতে লায়ন শাহ নেওয়াজ
পুরস্কার হাতে লায়ন শাহ নেওয়াজ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনআরবি ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পান লায়ন শাহ নেওয়াজ।

বাংলাদেশে থাকা অবস্থায় স্লোভাকিয়ান দূতাবাসের কমার্সিয়াল এটাচি ডিভিশনের বাংলাদেশের প্রধান ছিলেন তিনি। জোনাল ম্যানেজার হিসেবে চাকরি করেছেন ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। চাকরি জীবনের ইতি টেনে নাম লেখান গার্মেন্টস ব্যবসায়। নিউইয়র্কে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে গার্মেন্টস ছাড়াও তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে।

আরও পড়ুন:

তিনি ২০০৫ সালে নিউইয়র্কে পাড়ি জমান। শুরুতে সেখানে চাকরি করতেন। এক পর্যায়ে নিউইয়র্কের ক্যানাল স্ট্রিটে নিজেই একটা ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে ব্যবসায় সফলতা আসতে থাকে।

তিনি একাধারে নিউইয়র্কের গোল্ডেন এজ হোম কেয়ার, এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ, ক্যারিয়ার অ্যাকাডেমি অব নিউ ইয়র্ক, গ্যালাক্সি ড্রাইভিং অ্যাকাডেমি, এনওয়াই কার অ্যান্ড লিমো সার্ভিসেস, সাপ্তাহিক আজকাল, আজকাল ডিজিটাল, গোল্ডেন এজ লাক্সারি হলসহ বিভিন্ন কোম্পানি এবং সংস্থার সভাপতি এবং সিইও হিসেবে নিযুক্ত আছেন।

সেজু