বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫ জনে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৪২৮ জনে।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ২৮৩ জন ঢাকার বাইরের।





