হীন উদ্দেশ্যে একটি মহল হাদির ওপর হামলায় বিএনপিকে দায়ী করার অপচেষ্টা করছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

হীন উদ্দেশ্যে একটি মহল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বন্ধু, সহকর্মী ও সন্তান হাদির ওপর আক্রমণ হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘হামলাকারীদের একজন আওয়ামী লীগের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হলেও একটি মহল হীন উদ্দেশ্যে এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করার অপচেষ্টা করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘২৪ এর জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যে অনিশ্চয়তা ও শঙ্কা রয়েছে যে অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে। তবে তাদের দৃঢ় ভাবে আশ্বস্ত করতে চাই, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে এ যোদ্ধাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে।’

ফখরুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এ আন্দোলনের সঙ্গে যুক্তদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।’

আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন হবে সেই নির্বাচন, যেখানে সিদ্ধান্ত হবে- আমরা একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ, না কি একটি পশ্চাৎপদ রাষ্ট্র গড়ব। এ নির্বাচনই ঠিক করে দেবে দেশ সামনে এগিয়ে যাবে, নাকি পিছিয়ে যাবে।’

বিএনপির এ সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, ‘যারা এক সময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ নতুন করে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নস্যাতের চেষ্টা করছে। এসব শক্তি মানুষের আশা-আকাঙ্ক্ষা ধ্বংস এবং দেশে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করার চক্রান্তে লিপ্ত।’ এসময় তিনি বিএনপিকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন।

২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘২৫ তারিখে আমাদের নেতা আসছেন। সেদিন সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে জাতীয়তাবাদের পতাকা তুলে ধরব। আসুন, আমরা সবাই জেগে উঠি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য।’

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, যুব দলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান প্রমুখ বক্তব্য রাখেন।

এএইচ