ময়মনসিংহ, নেত্রকোণা-রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি

তীব্র তাপপ্রবাহের পর ময়মনসিংহে বৃষ্টি
তীব্র তাপপ্রবাহের পর ময়মনসিংহে বৃষ্টি | ছবি: এখন টিভি
0

সকাল থেকে সূর্যের চোখ রাঙানি থাকলেও বেলা একটার দিকে আকাশে কালো মেঘ জমে। বেলা ২ টার দিকে শুরু হয় দমকা হাওয়া ও বজ্রপাত। আড়াইটার দিকে শুরু হয় মাঝারি মাত্রার বৃষ্টি। গত ৩ দিন ধরে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এ বৃষ্টিতে গরমের তীব্রতা কমেছে, স্বস্তি এসেছে জনজীবনে।

তীব্র তাপপ্রবাহের পর ময়মনসিংহে এক পশলা বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। বৃষ্টির সাথে দমকা হাওয়ায় তাপমাত্রা নেমে গেছে অনেকটাই। আজ (রোববার, ১১ মে) বেলা সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ নগরীর চামড়া গুদাম, চরপাড়া, মাসকান্দাসহ বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়।

এছাড়া সদর উপজেলার চরনিলক্ষীয় এলাকাসহ বেশকিছু এলাকায় ভারী শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃষ্টির পর দমকা হাওয়া শুরু হয় ময়মনসিংহ নগরীসহ জেলার বিভিন্ন এলাকায়। এতে তাপমাত্রা কমায় স্বস্তি ফিরেছে জনজীবনে।

|ছবি: এখন টিভি

এদিকে তীব্র তাপদাহের পর নেত্রকোণাতেও স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। গেল কয়েকদিনের তাপদাহের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। দুপুরের পর থেকেই জেলার সদর কেন্দুয়া ও এর আশপাশের এলাকাগুলোতে ঝড়ো হওয়া বইতে শুরু করে। বিকাল চারটার পর থেমে থেমে বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়।

অন্যদিকে রাঙ্গামাটির কয়েকটি উপজেলাতেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বৃষ্টির সঙ্গে ঝড় হাওয়া বজ্রপাত হলেও কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এএইচ