গত কয়েকদিন ধরে চলা গরমে অতিষ্ঠ ছিল নগরবাসী। সেই গরমের পর আজকের বৃষ্টি যেন স্বস্তি নিয়ে এসেছে। রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, মগবাজার, তেজগাঁও, মিরপুর, শ্যামলীসহ অধিকাংশ এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে।
অবশ্য ঘণ্টাখানেকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর মধ্যে মতিঝিল, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি, তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩১ মিলিমিটার। ঢাকায় আরো কিছুক্ষণ বৃষ্টি হতে পারে।
এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের সব বিভাগে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।