উত্তরাঞ্চলে বাড়ছে শীত, তেতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে

শীতের সকাল
শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়।

প্রকৃতি শীতের আগমনী বার্তা দিয়েছে আরও আগেই, কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী, দেশে আজ সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঞ্চগড় জেলার তেতুলিয়া এলাকায়, দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

সকাল ৬টায় অন্যান্য আরও কয়েকটি স্থানের তাপমাত্রাও উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর।

তথ্য অনুযায়ী, আজ রংপুরে ১৫.৮, সৈয়দপুরে ১৫.৫, ডিমলায় (নীলফামারী) ১৪.৫, বগুড়ায় ১৬.৮, ঈশ্বরদীতে (পাবনা) ১৫.৫, রাজশাহীতে ১৫.০, কুড়িগ্রামের রাজারহাট এলাকায় ১৪.৫, যশোরে ১৫.৪ এবং চুয়াডাঙ্গায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এসএইচ