আজ (বৃহস্পতিবার, ৭ নভেম্বর) এ লক্ষ্যে ১৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২১টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ আনুমানিক চার হাজার ৮৪৫.২ কেজি পলিথিন জব্দ এবং একটি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়।
অপরদিকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় করার দায়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে দাই হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।—সংবাদ বিজ্ঞপ্তি