এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নকলায় বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি করছিল কয়েকটি বেকারি। এমন সংবাদে পৌর শহরের রাতুল, আল-মমিন ও আল-কাইয়ুম বেকারিতে অভিযান পরিচালনা করে নকলা উপজেলা প্রশাসন।
আরও পড়ুন:
এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বেকারি মালিককে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।





