ফরিদপুরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ
ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ | ছবি: এখন টিভি
0

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই টন পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা সদরের ভেলাবাজ, আনন্দনগর আল-আমীন এন্টারপ্রাইজ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলার সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় বা বিক্রয়ের জন্য প্রদর্শনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ‘আনন্দ নগরের আল-আমীন এন্টারপ্রাইজ থেকে আনুমানিক দুই হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে গোডাউনের লোকজন পালিয়ে যায়।’

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেনসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

এসএস