আজ (বৃহস্পতিবার, ২৯ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বন্যা পূর্বাভাস কেন্দ্র ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, ১১ জেলায় মোট ১০ লাখ ৭২ হাজার পরিবার পানিবন্দি। ক্ষতিগ্রস্ত ৫৪ লাখ ৮০ হাজার মানুষ।
এছাড়া মৃত ৫২ জনের মধ্যে পুরুষ ৩৯ জন, মহিলা ৬ জন এবং ৭ জন শিশু রয়েছে।
বন্যায় জেলা অনুযায়ী মৃতের সংখ্যা, কুমিল্লা-১৪, ফেনী- ১৭, চট্টগ্রাম-৬, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৮, ব্রাহ্মণবাড়ীয়া-১, লহ্মীপুর-১ ও কক্সবাজার ৩ জন, মৌলভীবাজার ১ জন। নিখোঁজ ১ জন।
এদিকে দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগৃহীত মোট ১ লাখ ৪ হাজার প্যাকেট শুকনা খাবার, কাপড় ও পানি বন্যা কবলিত এলাকায় বণ্টন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।