দেশে এখন
পরিবেশ ও জলবায়ু
0

‘তথ্য আদান-প্রদানে চুক্তি না থাকায় ভারতের বাঁধ খুলে দেয়ার তথ্য পাওয়া যায়নি’

ভারতের সাথে বাংলাদেশের বাঁধ খুলে দেয়ার মতো কাঠামোগত তথ্য আদান-প্রদানের চুক্তি না থাকায় তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ (শুক্রবার, ২৩ আগস্ট) দুপুরে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান‌ এ তথ্য জানান।

তিনি বলেন, 'ভারতের সাথে বাঁধ খুলে দেয়ার মতো কাঠামোগত তথ্য আদান-প্রদানের চুক্তি বাংলাদেশের নেই। সে কারণে বাঁধ খুলে দেয়ার তথ্য পাওয়া যায় নি। ভবিষ্যতে কাঠামোগত তথ্য আদান-প্রদানের বিষয়ে আলোচনা করা হবে।'

রায়হান বলেন, 'ভারতের বৃষ্টিপাতের তথ্য বাংলাদেশ পেয়েছে সে অনুযায়ী বন্যার পূর্বাভাস ১৯ আগস্ট দেয়া হয়েছিল। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। এটি প্রাকৃতিক কারণেই হয়েছে।'

বন্যা পরিস্থিতি উন্নতির দিকে উল্লেখ করে তিনি বলেন, 'পূর্বাঞ্চলের সাতটি নদীর ১৪টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর অতিক্রম করছে। তবে, উজানের পানি হ্রাস পেতে শুরু করেছে যা বন্যা পরিস্থিতি উন্নতির লক্ষণ।'

ঢাকায় বন্যা হওয়ার সম্ভাবনা নেই বলে জানান এই নির্বাহী প্রকৌশলী। বলেন, 'কুশিয়ারা, মনু, খোয়াই, গোমতী, ফেনী, হালদা ও মুহুরি নদীর পানি বিপৎসীমার ওপর অতিক্রম করছে। ঢাকার আশপাশের নদীতে এখনও বন্যা ঝুঁকি নেই।'

tech