নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামীকাল রোববার (২১ জানুয়ারি) এসব জেলার পার্শ্ববর্তী এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, 'আপাতত সম্ভাবনা না থাকলেও ২৪ ও ২৫ জানুয়ারি হালকা বৃষ্টি হবে। তখন দিনের তাপমাত্রা বাড়লেও মাসের শেষ সময়ে দিন ও রাতে শীতের অনুভূতি বাড়বে।'
তিনি আরও বলেন, 'এই সময় সারাদেশে মাঝরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। দুপুরের পর থেকে কুয়াশার পরিমাণ কমে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলবে।'
শনিবার (২০ জানুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।