দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

শীতের সকাল
শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

সারা দেশে কোথাও কোথাও আজ সকালে হালকা কুয়াশা দেখা গেছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, ঢাকায় আজ (রোববার, ৭ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। আজ আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন:

অন্যদিকে সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও দিনাজপুরে সকাল ৬টায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৯২ শতাংশ।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে।

এফএস