রাজধানীতে বাড়ছে শীতের তীব্রতা; ঢাকায় তাপমাত্রা নেমে ১৭.৭ ডিগ্রিতে

ঢাকার শীতের সকাল
ঢাকার শীতের সকাল | ছবি: সংগৃহীত
0

ঢাকায় শীতের আমেজ আরও গাঢ় হচ্ছে। ভোরের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে তীব্রতা অনুভূত হচ্ছে বেশ। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশের মতো ঢাকাতেও শীতের প্রভাব ধীরে ধীরে বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল (বুধবার, ৩ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আরও পড়ুন:

পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলা থাকবে তবে আবহাওয়া শুষ্কই থাকবে। এসময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সেই সঙ্গে সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে জানা যায়, আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৭ মিনিটে।

এফএস