এখন ভোট
0

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সকাল থেকে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিল বিভিন্ন দলের প্রার্থীদের ভিড়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আচরণবিধি মেনে মনোনয়নপত্র দাখিল করেন বেশ কয়েকজন প্রার্থী। এই তালিকায় ছিলেন হেভিওয়েট প্রার্থীরাও। এসময় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারি ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন। তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানান তিনি। আওয়ামী লীগ থেকে ঢাকা- ১০ আসনের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস সকালে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। আচরণবিধি মেনে প্রার্থীরা স্বল্প সংখ্যক লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া, ঢাকা-১৪ থেকে মাইনুল হাসান নিখিল, ঢাকা-৭ থেকে সুলায়মান সেলিম, ঢাকা-১৮ থেকে হাবিব আহসান আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র জমা দেন।

ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সালমান এফ রহমান, কামরুল ইসলাম ও জাতীয় পার্টির সালমা ইসলাম।

এছাড়া, জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল বিএনপি, জাকের পার্টিরসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এসব দলের প্রার্থীরা দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদেরকেই ভোট দিবেন।

শেষদিনে ঢাকায় বিভাগীয় কার্যালয়ে ১১৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কম।

রাজধানী ছাড়াও দেশের মহানগর, জেলা, উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মাগুরা-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাকিব আল হাসান।

এদিকে, ক্রিকেটার সাকিব আল হাসানকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এছাড়া, নির্বাচন কমিশন থেকে শোকজ করা হয়েছে নারায়ণগঞ্জ-১ এর গাজী গোলাম দস্তগীর ও ঢাকা -১৯ ডা. মো. এনামুর রহমানকে৷ তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।