এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে পরীক্ষাটি স্থগিত হয়ে যায়। যা আগামী শনিবার বিকাল সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত গ্রহণের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধ সাপেক্ষে এমআইএসটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শুধুমাত্র স্থাপত্য বিভাগের ২য় পর্বের ২৭ ডিসেম্বরের বিকেল তিনটা থেকে ৫টা অনুষ্ঠিতব্য পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর বিকেল তিনটা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তবে, এমআইএসটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের (১ম পর্ব) ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্ব নির্দেশনা অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।





