ডিগ্রি ৩য় বর্ষের খাতা চ্যালেঞ্জ শুরু; জানুন আবেদনের নিয়ম ও ফি

ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল পুনর্নিরীক্ষণ: প্রতি পত্রে ১০০০ টাকা ফি, আবেদন চলবে ৮ জানুয়ারি পর্যন্ত
ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল পুনর্নিরীক্ষণ: প্রতি পত্রে ১০০০ টাকা ফি, আবেদন চলবে ৮ জানুয়ারি পর্যন্ত | ছবি : সংগৃহীত
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) ২০২৩ সালের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফল (Degree 3rd Year Result) নিয়ে যাঁদের আপত্তি আছে, তাঁদের জন্য সুখবর। প্রকাশিত ফলের খাতা পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন (Application for Board Challenge) আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

একনজরে ডিগ্রি ৩য় বর্ষ খাতা চ্যালেঞ্জ ২০২৬

  • আবেদন শুরুর তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার)।
  • আবেদনের শেষ তারিখ: ৮ জানুয়ারি ২০২৬।
  • আবেদন ফি: প্রতি পত্র (Subject) ১,০০০ টাকা।
  • আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে)।
  • ফি জমা দেওয়ার মাধ্যম: সোনালী ব্যাংক (সোনালী সেবা), বিকাশ, নগদ বা রকেট।

আরও পড়ুন:

আবেদন ফি ও সময়সীমা (Application Fee and Deadline):

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি পত্রের খাতা পুনর্মূল্যায়ন ফি (Re-evaluation Fee) ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পে-স্লিপ ডাউনলোডের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ সময় আগামী ৮ জানুয়ারি। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ডিগ্রি ৩য় বর্ষের খাতা চ্যালেঞ্জ: বিকাশ বা নগদে ফি জমা দেওয়ার নিয়ম জানুন |ছবি : সংগৃহীত

অনলাইনে আবেদনের পদ্ধতি (Online Application Process):

আগ্রহী শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের সার্ভিস মেনু (Services Menu) থেকে 'Re-evaluation' অপশনে গিয়ে আবেদন করতে পারবেন।

ওয়েবসাইট লিংক (Website Link): nu.ac.bd অথবা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে।

টাকা জমা (Payment Methods): পে-স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দেওয়া যাবে। এছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং (Mobile Banking) যেমন—নগদ, বিকাশ, রকেট অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।

আরও পড়ুন:

ডিগ্রি ৩য় বর্ষের খাতা চ্যালেঞ্জ করার সঠিক পদ্ধতি (Step-by-Step Guide)

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ (Accessing Website) প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পোর্টালে প্রবেশ করুন: 103.113.200.36/PAMS/ICTUnit/Re-Evaluation.aspx অথবা nu.ac.bd এর 'Services' মেনু থেকে 'Re-evaluation' অপশনে ক্লিক করুন।

ধাপ ২: পরীক্ষার নাম নির্বাচন (Select Exam) পোর্টালে যাওয়ার পর পরীক্ষার নাম থেকে 'Degree Pass Course 3rd Year' নির্বাচন করুন।

ধাপ ৩: রেজিস্ট্রেশন নম্বর প্রদান (Enter Registration Number) আপনার সঠিক রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) প্রদান করে 'Search' বা 'Next' বাটনে ক্লিক করুন। এতে আপনার প্রোফাইল এবং সকল বিষয়ের তালিকা চলে আসবে।

আরও পড়ুন:

ধাপ ৪: বিষয় কোড নির্বাচন (Select Subject Code) আপনার স্ক্রিনে আসা বিষয়ের তালিকা থেকে আপনি যে যে বিষয়ের খাতা চ্যালেঞ্জ করতে চান, সেই বিষয়ের পাশের বক্সে টিক চিহ্ন দিন। সতর্কতা: বিষয় কোড নির্বাচনে কোনো ভুল করবেন না, কারণ এটি সংশোধনের সুযোগ নেই।

ধাপ ৫: ব্যক্তিগত তথ্য প্রদান (Enter Mobile Number) আবেদনকারীর একটি সচল মোবাইল নম্বর (Mobile Number) প্রদান করুন। আবেদনের সর্বশেষ অবস্থা এই নম্বরেই জানানো হতে পারে।

ধাপ ৬: পে-স্লিপ ডাউনলোড (Download Pay Slip) সব তথ্য ঠিক থাকলে 'Submit' বাটনে ক্লিক করুন। এরপর একটি পে-স্লিপ (Pay Slip) জেনারেট হবে। এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

ধাপ ৭: ফি প্রদান (Payment of Fees)

  • ব্যাংকের মাধ্যমে: প্রিন্ট করা পে-স্লিপটি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় যান এবং নির্ধারিত ফি (প্রতি পত্র ১০০০ টাকা) জমা দিন।
  • অনলাইনে: সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশ, নগদ বা রকেট-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ফি জমা দেওয়া যাবে।

ধাপ ৮: নিশ্চিতকরণ (Final Confirmation) টাকা জমা দেওয়ার পর আপনাকে আলাদা করে আর কিছু করতে হবে না। ফি জমা হওয়ার সাথে সাথেই আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে ডাটাবেজে আপডেট হয়ে যাবে।

আরও পড়ুন:

সতর্কতা ও নিয়মাবলী (Rules and Precautions):

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের সময় বিষয় কোড (Subject Code) অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে। ভুল কোডে আবেদন করলে তা পরবর্তীতে সংশোধনযোগ্য নয়। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। ফি সফলভাবে জমা হওয়ার সাথে সাথেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এসআর