শহিদ রবের কবর জিয়ারত করলেন চাকসুর নবনির্বাচিত শিবির নেতারা

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

মহান মুক্তিযুদ্ধে শহিদ চাকসুর প্রথম জিএস শহিদ আবদুল রবের কবর জিয়ারত করেছেন সদ্য বিজয়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর শিবির প্যানেল। আজ (শনিবার, ১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারে শহিদ আবদুর রব কলোনিতে কবর জিয়ারত করতে যান তারা।

প্রথমে তারা কলোনির মসজিদের কবরস্থানে যান। জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তারা। এসময় চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ও জিএস সাইদ বিন হাবিবসহ জয়ী শিবির প্যানেলের ২৪ জন। কবরস্থানের পাশে রয়েছে শহিদ আবদুর রবের নামে নামফলক। সেটিও ঘুরে দেখেন তারা।

আরও পড়ুন:

শহিদ আবদুর রব ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৭০ সালে হওয়া প্রথম চাকসুর শিবির সমর্থিত জিএস। পরে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদ হন।

ইএ