নির্বাচন পরবর্তী দলের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় নাছির বলেন, ‘নির্বাচনে ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্যুতি ছিলো। তবে সার্বিক পরিবেশ ছিলো গ্রহণযোগ্য। কমিশনও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ইতিবাচক ছিলো। তবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিছু ত্রুটি বিচ্যুতি ছিলো। যা নিয়ে প্রশাসনের সতর্ক থাকা উচিত ছিলো।’
আরও পড়ুন:
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যারা জয়ী হয়েছেন তাদের সঙ্গে ছাত্রদল সহযোগিতামূলকভাবে কাজ করে যাবে। ছাত্রদল যে সাত দফা দিয়েছিলো তা বাস্তবায়নে চাকসু নেতৃবৃন্দকে সহযোগিতা করবে।’
পরে নবনির্বাচিত জিএস তৌফিক নির্বাচনে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার কথা জানান। তিনি বলেন, ‘যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার কথা বলেছেন। তাই আদর্শগত পার্থক্য থাকলে কাজ করতে কোনো সমস্যা হবে না’।





