শহিদ রবের কবর জিয়ারত করলেন চাকসুর নবনির্বাচিত শিবির নেতারা
মহান মুক্তিযুদ্ধে শহিদ চাকসুর প্রথম জিএস শহিদ আবদুল রবের কবর জিয়ারত করেছেন সদ্য বিজয়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর শিবির প্যানেল। আজ (শনিবার, ১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারে শহিদ আবদুর রব কলোনিতে কবর জিয়ারত করতে যান তারা।