বিকেল ৫টা পর্যন্ত সময় থাকলেও প্রয়োজন সাপেক্ষে এর পরেও মনোনয়ন জমা নেয়ার কথা বলছে কমিশন।
এর আগে, গতকাল (বুধবার, ১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন নিয়েছেন ১ হাজার ১৬২ জন। আর জমা দিয়েছেন ৩৭১ জন।
দিনের শুরুতে মনোনয়ন জমা দিতে শিক্ষার্থীদের ভিড় কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।
আরও পড়ুন:
হল ও কেন্দ্রীয় সংসদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নের সঙ্গে জমা দিতে হচ্ছে ডোপ টেস্টের রশিদ। সেই সঙ্গে যার মনোনয়ন তাকেই জমা দিতে আসতে হচ্ছে।
এদিকে আজ দুপুরে ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও স্বতন্ত্র একটি পর্ষদের প্যানেল ঘোষণার কথা রয়েছে।
এদিকে নির্বাচন ঘিরে উচ্ছ্বাস বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। নির্বাচনকে উৎসবমুখর করতে সব ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা।





