বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনরত শিক্ষার্থীরা
আন্দোলনরত শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
0

প্রকৌশলী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) সকাল ১১টায় রুয়েট সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা ডিপ্লোমাধারী টেকনিশিয়ানদের আন্দোলনকে মব সন্ত্রাস আখ্যা দেয়। তাদের আন্দোলনের তীব্র নিন্দা জানিয়ে তিন দফা দাবি তোলেন।

তিন দফা দাবির প্রথম দফা, নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেয়া হবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। দ্বিতীয় দাবি হলো দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে। তৃতীয় দাবি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি লিখতে পারবে না। ডিপ্লোমারা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবে ইঞ্জিনিয়ারিং পদবি না।

আরও পড়ুন:

শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা টেকনিশিয়ানরা মব সন্ত্রাস তৈরি করে। এছাড়াও সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বানচাল করার জন্য বার বার সন্ত্রাসী হস্তক্ষেপ করছে তারা। পাশাপাশি আজকের মধ্যে সুপারিশ তিন দফার পক্ষে প্রকাশ না করা হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এফএস