‘আল খাওয়ারিজম সাইন্স ফেস্ট’ পরিদর্শন করলেন জামায়াত আমির

সাইন্স ফেস্ট পরিদর্শন করেছেন জামায়াত আমির
সাইন্স ফেস্ট পরিদর্শন করেছেন জামায়াত আমির | ছবি: এখন টিভি
0

রাজধানীর খামারবাড়িতে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘আল খাওয়ারিজম সাইন্স ফেস্ট’ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সকাল থেকে এ আয়োজনে অংশগ্রহণ করেছেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। যেখানে প্রদর্শন করা হয় বিজ্ঞানভিত্তিক নানা পরিকল্পনা ও প্রোজেক্ট।

আরও পড়ুন:

দুপুরে ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগার সঙ্গে এ অনুষ্ঠান পরিদর্শনে আসেন জামায়াত আমির। এসময় তিনি নানা স্টল পরিদর্শন করেন এবং বিজ্ঞানভিত্তিক পড়াশোনা ও গবেষণায় সাধারণ শিক্ষার্থীদের উৎসাহ দেন।

এসএইচ