আইইএলটিএস ছাড়াই ২০২৬ সালে উচ্চশিক্ষার সুযোগ: শীর্ষ ৭টি স্কলারশিপ

আইইএলটিএস ছাড়াই  উচ্চশিক্ষার সুযোগ
আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ | ছবি: এখন টিভি
0

বিদেশে উচ্চশিক্ষা (Higher Education Abroad) বা চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জনপ্রিয় মাধ্যম হলো আইইএলটিএস (IELTS)। তবে এই পরীক্ষার উচ্চ ফি এবং প্রস্তুতির জটিলতা অনেক শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই বাধা দূর করতেই ২০২৬ সালের জন্য আইইএলটিএস ছাড়াই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু আকর্ষণীয় স্কলারশিপে আবেদনের (Scholarships Without IELTS 2026) সুযোগ তৈরি হয়েছে। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বিকল্প হিসেবে ইংরেজি মাধ্যমে আগের ডিগ্রির সনদ (Medium of Instruction - MOI), ডুয়েলিঙ্গো (Duolingo) বা বিশ্ববিদ্যালয় প্রদত্ত নিজস্ব পরীক্ষার সনদ গ্রহণ করছে।

শীর্ষ ৭টি স্কলারশিপের তালিকা (Top 7 Scholarships List)

১. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপস (Swedish Institute Scholarships For Global Professionals): সুইডেনের এই স্কলারশিপে সম্পূর্ণ টিউশন ফি মওকুফসহ মাসিক ১২ হাজার ক্রোনার ভাতা, চিকিৎসাবিমা ও ভ্রমণ অনুদান পাওয়া যায়।

২. এসবিডব্লিউ বার্লিন স্কলারশিপ (SBW Berlin Scholarship, Germany): জার্মানির এই বৃত্তিতে টিউশন ফি ছাড়াও থাকা-খাওয়া ও মাসিক ভাতার (Monthly Stipend) সুবিধা রয়েছে।

৩. দোহা ইনস্টিটিউট স্কলারশিপ (Doha Institute Scholarship, Qatar): কাতারের তামিম ও স্যানাড (Tamim & SANAD) স্কলারশিপে টিউশন ফি, আবাসন ও স্বাস্থ্যবিমা প্রদান করা হয়।

৪. স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ (Stipendium Hungaricum Scholarship, Hungary): হাঙ্গেরির ইউনিভার্সিটি অব ডেব্রেচেন-এ ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়ন (Fully Funded) পাওয়া যায়।

৫. ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ (Erasmus Mundus Scholarship, Europe): একাধিক ইউরোপীয় দেশে পড়ার বিরল সুযোগের পাশাপাশি এতে টিউশন ফি মওকুফ ও ভ্রমণ ব্যয় প্রদান করা হয়।

৬. ইএনএস ইন্টারন্যাশনাল সিলেকশন স্কলারশিপ (ENS International Selection Scholarship, France): ফ্রান্সে তিন বছর মেয়াদী এই বৃত্তিতে মাসিক ১ হাজার ইউরো ভাতা ও আবাসনের সুবিধা মেলে।

৭. ইউনিভার্সিটি অব পেকস স্কলারশিপ (University of Pecs Scholarship, Hungary): হাঙ্গেরিতে বিনা মূল্যে পড়ার সুযোগ করে দেয় এই স্কলারশিপ। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত প্রোগ্রাম (Fully Funded Program) যা পড়াশোনার সব ব্যয় বহন করে।

আরও পড়ুন:

আইইএলটিএস (IELTS)-এর বিকল্প হিসেবে বর্তমানে অনেক বিদেশি বিশ্ববিদ্যালয় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন (Medium of Instruction - MOI) সার্টিফিকেট গ্রহণ করছে। এটি মূলত একটি দাপ্তরিক প্রমাণপত্র, যা নিশ্চিত করে যে আপনি আপনার পূর্ববর্তী ডিগ্রিটি (এসএসসি/এইচএসসি বা স্নাতক) সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে সম্পন্ন করেছেন। নিচে এটি সংগ্রহ করার ধাপগুলো বিস্তারিত দেওয়া হলো:

১. কোথায় আবেদন করবেন? (Where to Apply)

আপনি সর্বশেষ যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন (যেমন: আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়), সেই প্রতিষ্ঠানের রেজিস্ট্রার অফিস (Registrar Office) বা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর (Controller of Examinations) থেকে এই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

২. সংগ্রহের ধাপসমূহ (Steps to Get MOI)

আবেদনপত্র জমা: আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রার বরাবর একটি আবেদনপত্র লিখুন। বিষয় হিসেবে লিখুন— "Application for Medium of Instruction (MOI) Certificate"।

প্রয়োজনীয় তথ্য: আবেদনে আপনার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিভাগ এবং পাস করার সাল উল্লেখ করুন।

সনদপত্রের কপি: আবেদনের সাথে আপনার মার্কশিট (Transcript) বা সাময়িক সনদের (Provisional Certificate) একটি ফটোকপি সংযুক্ত করুন।

নির্ধারিত ফি: কিছু বিশ্ববিদ্যালয় বা কলেজ এই সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট ফি ধার্য করতে পারে। সেই ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করুন।

৩. সার্টিফিকেটে কী কী তথ্য থাকা জরুরি? (Key Information in MOI)

একটি বৈধ MOI সার্টিফিকেটে অবশ্যই নিচের তথ্যগুলো থাকতে হবে:

  • প্রতিষ্ঠানের দাপ্তরিক প্যাড (Official Letterhead)।
  • স্পষ্টভাবে লেখা থাকতে হবে যে, আপনার পুরো প্রোগ্রামটি ইংরেজি মাধ্যমে (English Medium) পড়ানো হয়েছে।
  • পরীক্ষার মূল্যায়ন এবং থিসিস/প্রজেক্ট ইংরেজিতে সম্পন্ন হয়েছে—এমন উল্লেখ থাকা।
  • কর্তৃপক্ষের (রেজিস্ট্রার বা প্রিন্সিপাল) স্বাক্ষর এবং প্রতিষ্ঠানের গোল সিল।

৪. MOI ব্যবহারের শর্তাবলী (Terms of Usage)

৫ বছরের নিয়ম: অনেক বিশ্ববিদ্যালয় আপনার ডিগ্রি শেষ করার পর থেকে ৫ বছরের বেশি বিরতি থাকলে MOI গ্রহণ করতে চায় না। সে ক্ষেত্রে আইইএলটিএস বা ডুয়েলিঙ্গো দিতে হতে পারে।

বিশ্ববিদ্যালয় যাচাই: আবেদনের আগে দেখে নিন সংশ্লিষ্ট বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে "English Proficiency Waiver" ক্যাটাগরিতে MOI-এর কথা উল্লেখ আছে কি না।

দেশভেদে গ্রহণযোগ্যতা: জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য MOI গ্রহণ করে।

আরও পড়ুন:

বর্তমানে বিশ্বজুড়ে অনেক দেশ এবং বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস-এর বিকল্প হিসেবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন (MOI) সার্টিফিকেট গ্রহণ করছে। নিচে দেশভিত্তিক তালিকা এবং উল্লেখযোগ্য কিছু বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হলো:

১. জার্মানি (Germany)

জার্মানিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা প্রায় ফ্রি, আর সেখানে অনেক কোর্সে MOI গ্রহণ করা হয়।

গ্রহণযোগ্যতা: যদি আপনার স্নাতক (Bachelor) ডিগ্রির মাধ্যম ইংরেজি হয়, তবে অনেক ক্ষেত্রে তারা ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে এটি মেনে নেয়। উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ (কিছু কোর্স), ইউনিভার্সিটি অফ বন, হামবোল্ট ইউনিভার্সিটি অফ বার্লিন।

২. হাঙ্গেরি (Hungary)

হাঙ্গেরির সরকারি স্কলারশিপ 'স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম' (Stipendium Hungaricum) এর আওতায় অনেক বিশ্ববিদ্যালয় MOI গ্রহণ করে। উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, ইউনিভার্সিটি অফ ডেব্রেচেন (University of Debrecen), ইউনিভার্সিটি অফ পেকস (University of Pecs), ইওটভোস লর্যান্ড ইউনিভার্সিটি (ELTE)।

৩. যুক্তরাজ্য (United Kingdom)

যুক্তরাজ্যের কিছু নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় সরাসরি আইইএলটিএস ছাড়াই MOI এর ভিত্তিতে ভর্তি নেয়, বিশেষ করে যদি এইচএসসিতে ইংরেজিতে ভালো নম্বর থাকে। উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, কভেন্ট্রি ইউনিভার্সিটি।

৪. মালয়েশিয়া (Malaysia)

এশিয়ায় উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া খুবই জনপ্রিয় এবং এখানকার প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয় MOI গ্রহণ করে।উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে, টেলর'স ইউনিভার্সিটি, সানওয়ে ইউনিভার্সিটি, এপিইউ (APU), মোনাশ ইউনিভার্সিটি (মালয়েশিয়া ক্যাম্পাস)।

৫. ইউরোপের অন্যান্য দেশ (Other European Countries)

ইউরোপের সেনজেনভুক্ত আরও কিছু দেশে MOI দিয়ে আবেদন করা যায়:

পোল্যান্ড: ইউনিভার্সিটি অফ ওয়ারশ, রোকলো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

ফ্রান্স: বিশেষ করে বিজনেস স্কুলগুলো (যেমন: ইনসেড বা এইচইসি প্যারিস) অনেক সময় MOI মেনে নেয়।

সুইডেন ও ডেনমার্ক: কিছু নির্দিষ্ট মাস্টার্স প্রোগ্রামের জন্য তারা MOI গ্রহণ করে যদি পূর্ববর্তী ডিগ্রি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে হয়।

৬. চীন ও দক্ষিণ কোরিয়া (China & South Korea)

এই দেশগুলোতে ইংরেজি মাধ্যমে পড়ানো হয় এমন কোর্সে (English Taught Programs) MOI সার্টিফিকেট দিয়ে ভর্তির পাশাপাশি ফুল ফ্রি স্কলারশিপ পাওয়া যায়।

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের তথ্যের জন্য 'বিস্তারিত দেখুন এখানে'।

আরও পড়ুন:


এসআর