একনজরে: এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬
- পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়: এপ্রিলের শেষ সপ্তাহ অথবা মে মাসের প্রথম দিকে।
- ফরম পূরণ শুরু: ৩১ ডিসেম্বর ২০২৫।
- ফরম পূরণের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ (ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত)।
- নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে।
- পেছানোর প্রধান কারণসমূহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (ফেব্রুয়ারি ২০২৬), পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি (মার্চ-এপ্রিল)।
- সিলেবাস আপডেট:
- নিয়মিত পরীক্ষার্থী: পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস (শুধু দশম শ্রেণি)।
- অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী: ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস।
- পরীক্ষার রুটিন প্রকাশের সময়: চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে বোর্ড মিটিং শেষে চূড়ান্ত রুটিন প্রকাশ হতে পারে।
ফেব্রুয়ারিতে কেন পরীক্ষা সম্ভব নয়? (Why Exams are Impossible in February)
সাধারণত প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করার রেওয়াজ থাকলেও গত কয়েক বছর ধরে করোনা ও বন্যার কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছিল। ২০২৪ সালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ২০২৬ সালে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। যেহেতু অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিক্ষক-কর্মকর্তারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকেন, তাই ওই সময় পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
আরও পড়ুন:
রমজান ও ঈদুল ফিতরের প্রভাব (Impact of Ramadan and Eid-ul-Fitr)
নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হবে পবিত্র রমজান মাস (Holy Month of Ramadan)। ২০২৬ সালের মার্চের শেষ দিকে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। শিক্ষা বোর্ডগুলোর মতে, রোজা এবং দীর্ঘ ঈদের ছুটির মধ্যে পাবলিক পরীক্ষার মতো বড় আয়োজন করা কঠিন। তাই সবকিছু বিবেচনা করে পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
এসএসসি পরীক্ষা নিয়ন্ত্রকের বক্তব্য ও পরিকল্পনা (Statement from Exam Controller)
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার (Prof. S.M. Kamal Uddin Haider) জানিয়েছেন, "ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ এবার দৃশ্যত নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঈদুল ফিতরের ছুটি শেষে এপ্রিলের মাঝামাঝি অথবা মে মাসের শুরুতে পরীক্ষা শুরু করার পরিকল্পনা মাথায় রেখে একটি খসড়া সময়সূচি (Proposed SSC Routine 2026) তৈরির কাজ চলছে।"
এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় (Expected Start Date)
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার (Prof. S.M. Kamal Uddin Haider) জানান, পরীক্ষা নেওয়ার জন্য এপ্রিলের শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম দিকটি বিবেচনা করা হচ্ছে। চলতি বা আগামী সপ্তাহে বোর্ড মিটিংয়ের (Board Meeting) মাধ্যমে পরীক্ষার চূড়ান্ত সময়সূচি বা রুটিন (SSC Routine 2026 Update) নির্ধারণ করা হবে।
এসএসসি পরীক্ষা ২০২৬ সালের সিলেবাস ও ফরম পূরণ আপডেট (Syllabus and Form Fill-up Update)
২০২৬ সালের পরীক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের জটিলতা কাটিয়ে এবার কেবল দশম শ্রেণির সিলেবাসে (Class 10 Only Syllabus) পরীক্ষা দেবে। পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়া (Online Form Fill-up) শুরু হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর থেকে এবং চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। তবে পরীক্ষার চূড়ান্ত তারিখ জানতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।
আরও পড়ুন:
বিগত ৫ বছরের এসএসসি পরীক্ষার চালচিত্র: করোনা ও দুর্যোগে বারবার বদলেছে সময়সূচি
বাংলাদেশে একসময় প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়া ছিল একটি অলিখিত নিয়ম। তবে বিগত ৫ বছরের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, করোনা মহামারি এবং ভয়াবহ বন্যার কারণে এই ধারাবাহিকতায় ব্যাপক ওলটপালট হয়েছে। ২০২৬ সালের পরীক্ষা যখন নির্বাচন ও রোজার কারণে তিন মাস পেছানোর পথে, তখন চলুন দেখে নেওয়া যাক বিগত বছরগুলোর পরীক্ষার তারিখ ও কারণগুলো।
২০২০-২০২৪: যখন থেকে শুরু হলো পরিবর্তনের পালা
২০২০ সাল (স্বাভাবিক সময়): করোনা হানা দেওয়ার ঠিক আগ মুহূর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল সে বছরের এসএসসি পরীক্ষা। মার্চের মধ্যেই পরীক্ষা এবং ফলাফল কার্যক্রম স্বাভাবিকভাবে শেষ হয়েছিল।
২০২১ সাল (করোনার ধাক্কা): মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ দেড় বছর বন্ধ থাকায় পরীক্ষা অস্বাভাবিকভাবে পিছিয়ে যায়। ৯ মাস বিলম্বের পর ওই বছরের ১৪ নভেম্বর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়।
২০২২ সাল (বন্যার প্রভাব): জুন মাসে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সিলেটসহ দেশব্যাপী ভয়াবহ বন্যার কারণে তারিখ পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়।
২০২৩ সাল (এপ্রিলের শুরু): করোনা ও বন্যার ধাক্কা কাটিয়ে শিক্ষাবর্ষ কিছুটা গুছিয়ে আনার চেষ্টায় ওই বছর ৩০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু করে শিক্ষা বোর্ডগুলো।
২০২৪ সাল (স্বাভাবিকতায় ফেরার চেষ্টা): গত কয়েক বছরের বড় বিলম্ব কাটিয়ে ২০২৪ সালে অনেকটা স্বাভাবিক ছন্দে ফেরে এসএসসি পরীক্ষা। ওই বছর ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল।
আরও পড়ুন:
বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি (২০২৫-২০২৬)
২০২৫ সালের পরীক্ষা কিছুটা পিছিয়ে ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল। তবে ২০২৬ সালে এসে আবারও বড় বাধার মুখে পড়েছে এসএসসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রোজা ও ঈদুল ফিতর—এই তিন প্রধান কারণে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে এপ্রিলের শেষ বা মে মাসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:





