এক নজরে এইচএসসি পরীক্ষা ২০২৬ ফরম পূরণ:
- আবেদন শুরু: ৩১ ডিসেম্বর ২০২৫।
- আবেদন শেষ: ১০ জানুয়ারি ২০২৬।
- বিলম্ব ফিসহ আবেদন: ১২ থেকে ১৭ জানুয়ারি ২০২৬।
- বিজ্ঞান বিভাগের ফি: ২,৪৩৫ টাকা।
- মানবিক ও ব্যবসায় শিক্ষা ফি: ২,৩১৫ টাকা।
- নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ: ৩০ ডিসেম্বরের মধ্যে।
আরও পড়ুন:
ফরম পূরণের গুরুত্বপূর্ণ সময়সূচী
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরম পূরণের প্রক্রিয়া চলবে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। সাধারণ ফি জমা দেওয়ার শেষ তারিখ ১১ জানুয়ারি। তবে যারা নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফি (Late Fee) দিয়ে ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফিসহ টাকা জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
অকৃতকার্য ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের করণীয়
২০২৫ সালের পরীক্ষায় ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের এবং জিপিএ উন্নয়ন (GPA Improvement) পরীক্ষার্থীদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবে।
আরও পড়ুন:
এসএসসি ২০২৬ ফরম পূরণ ফি (SSC Form Fill-up Fee)
বিভাগ ভেদে এবারের ফরম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:
- বিজ্ঞান বিভাগ: ২,৪৩৫ টাকা (চতুর্থ বিষয়সহ)।
- মানবিক বিভাগ: ২,৩১৫ টাকা (চতুর্থ বিষয়সহ)।
- ব্যবসায় শিক্ষা বিভাগ: ২,৩১৫ টাকা (চতুর্থ বিষয়সহ)।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ২০২৬ সালের পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।
পুরো বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে ও ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন: এখানে ক্লিক করুন - এসএসসি ২০২৬ অফিসিয়াল বিজ্ঞপ্তি





