একনজরে: জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫
- পরীক্ষা শুরুর তারিখ: ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
- পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
- রিপোর্টিং টাইম: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- প্রবেশপত্র বিতরণ: স্কুলগুলো ২১ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রদান করবে।
- মোট নম্বর (৪০০): বাংলা (১০০), ইংরেজি (১০০), গণিত (১০০), বিজ্ঞান ও বিশ্বপরিচয় (৫০+৫০= ১০০)।
- ক্যালকুলেটর: সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
- নিষেধাজ্ঞা: কেন্দ্র সচিব ছাড়া আর কেউ (শিক্ষক/শিক্ষার্থী) কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না।
- আসন বিন্যাস: কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে বসতে হবে; প্রতি ২০ জনে ১ জন পরিদর্শক থাকবেন।
প্রবেশপত্র বিতরণ ও সংশোধন (Admit Card Distribution)
ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সব পরীক্ষার্থীর প্রবেশপত্র ইতিমধ্যে অনলাইনে পাঠানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে আগামী ২১ ডিসেম্বরের (Admit Card Deadline) মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে পাঁচ কর্মদিবসের মধ্যে বোর্ড থেকে সংশোধন করিয়ে নিতে হবে।
আরও পড়ুন:
জুনিয়র বৃত্তি পরীক্ষার পরীক্ষার নতুন রুটিন ও সময়সূচী (New Exam Routine 2025)
সংশোধিত সূচি অনুযায়ী, পরীক্ষা চলবে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা (Exam Start Time) থেকে পরীক্ষা শুরু হবে।
- ২৮ ডিসেম্বর: বাংলা (Bengali)
- ২৯ ডিসেম্বর: ইংরেজি (English)
- ৩০ ডিসেম্বর: গণিত (Mathematics)
- ৩১ ডিসেম্বর: বিজ্ঞান (Science) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (BGS)
জুনিয়র বৃত্তি পরীক্ষার পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন (Subject and Marks Distribution)
এবার মোট ৪০০ নম্বরের (Total Marks 400) ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হবে।
- বাংলা, ইংরেজি ও গণিত: প্রতিটিতে ১০০ নম্বর (সময় ৩ ঘণ্টা)।
- বিজ্ঞান ও বিশ্বপরিচয়: ৫০+৫০= ১০০ নম্বর (সময় ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট)।
আরও পড়ুন:
কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীদের জন্য জরুরি নিয়ম (Exam Hall Instructions)
- প্রবেশের সময়: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে (Entry Time) শিক্ষার্থীদের হলে আসন গ্রহণ করতে হবে।
- মোবাইল ও ডিভাইস: কেন্দ্র সচিব ছাড়া আর কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে নিতে পারবেন না।
- ক্যালকুলেটর: বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Scientific Calculator) ব্যবহার করা যাবে।
- আসন বিন্যাস: প্রতিটি কক্ষে কমপক্ষে ৩ ফুট দূরত্ব (Seating Distance) বজায় রেখে সিট প্ল্যান করতে হবে। প্রতি ২০ জন ছাত্রের জন্য ১ জন পরিদর্শক থাকবেন।
প্রশ্নপত্র ও নিরাপত্তা (Question Paper Security)
প্রশ্নপত্র ফাঁসরোধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা কমিটির উপস্থিতিতে ট্রেজারি থেকে প্রশ্ন সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট এসএমএস (SMS Instruction) পাওয়ার পরেই কেবল প্রশ্নপত্রের প্যাকেট খোলার অনুমতি পাবেন কেন্দ্র সচিবরা।
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
১. প্রবেশপত্র বিতরণ (Admit Card): প্রতিষ্ঠান প্রধানদের ২১ ডিসেম্বরের মধ্যে বোর্ড ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। কোনো ভুল থাকলে ৫ দিনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।
২. পরীক্ষার সময় ও রুটিন (Exam Schedule): পরীক্ষা ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
৩. আসন গ্রহণ: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই হলে প্রবেশ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিখে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে।
৪. নম্বর ও বিষয় (Marks Distribution): বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে ৩ ঘণ্টা পরীক্ষা হবে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা হবে (সময় ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট)।
৫. আসন বিন্যাস (Seating Plan): পরীক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন পরিদর্শক থাকবেন।
৬. ডিভাইস ব্যবহারের নিয়ম (Electronic Devices): কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবেন না। সচিব কেবল ছবি তোলা যায় না এমন বাটন ফোন ব্যবহার করবেন।
৭. ক্যালকুলেটর (Calculator): বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৮. প্রশ্নপত্র নিরাপত্তা (Question Security): ট্রেজারি থেকে প্রশ্ন আনার সময় পুলিশি প্রহরা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক। বোর্ড থেকে এসএমএস (SMS) পাওয়ার পর কেবল প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে।
৯. শৃঙ্খলারক্ষায় সিসিটিভি (CCTV): পরীক্ষা কেন্দ্রের বাইরে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে হ্যান্ডমাইক ব্যবহার এবং সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
১০. ভার্সন অনুযায়ী পরীক্ষা: ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে এবং তাদের উত্তরপত্রের প্যাকেটও আলাদা করতে হবে।
১১. উত্তরপত্র হ্যান্ডলিং (Answer Script): উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না। পরীক্ষা শেষে উত্তরপত্রগুলো ৫০টি করে প্যাকেটে সিলগালা করে পুলিশি পাহারায় জমা দিতে হবে।
১২. অনুমোদিত ক্যালকুলেটর: সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া প্রোগ্রাম্যাবল বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
*সংশোধিত কেন্দ্র তালিকা ও পূর্ণকেন্দ্র তালিকা দেখতে ক্লিক করুন এখানে





