নতুন অর্থবছরে ব্যাংকে আমানতকারীদের জন্য সুখবর আসতে পারে

তামাক কোম্পানিগুলোর আরেক দফা দাম বাড়ালেও ধূমপায়ীদের থেকে রাজস্ব বাড়াবে না সরকার | এখন টিভি
0

আগামী অর্থবছরে সুখবর আসতে পারে ব্যাংকে আমানতকারীদের জন্য। তবে তামাক কোম্পানিগুলোর আরেক দফা দাম বাড়ালেও ধূমপায়ীদের থেকে রাজস্ব বাড়াবে না সরকার। নতুন শিল্পকে স্বাগত জানালেও, কাটছাঁট থেকে বাদ পড়বেন প্রতিষ্ঠাতারা। সব মিলিয়ে বাজেটের আকারের সঙ্গে ছোট হবে রাজস্ব লক্ষ্যমাত্রাও।

কর পরিশোধিত আয় থেকেও ব্যাংকে জমাকৃত অর্থের মুনাফায় ১০ থেকে ১৫ শতাংশ কর ও জমা স্থিতির ওপরে বিভিন্ন হারে আরোপিত আবগারি শুল্কের কারণে ব্যাংকে সঞ্চয় নিরুৎসাহ বাড়াচ্ছে বলছে অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে। দাবি উঠছে, করহার কমানো কিংবা সঞ্চয় স্থিতির সর্বনিম্ন হার বাড়ানোর।

এনবিআর বলছে, আগামী বাজেটে পরিবর্তন আসবে এই হারে। বিগত অর্থবছরে চাপিয়ে দেয়া রাজস্ব কাটছাঁট হলে বাজেটের আকার ছোট হওয়ার সঙ্গে কমবে রাজস্ব লক্ষ্যমাত্রাও।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, 'ব্যবসাবান্ধব, সুন্দর, সবার যেন ভালো হয় সেরকম করতে হবে। এতে হয়তো আমাদের ট্যাক্স কিছুটা কমবে। কমলেও আমি রিকুয়েস্ট করেছি যে, বাজেট একটু ছোট করেন, জনগণকে একটু আরাম দেন। আমরা পলিসি লেভেলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি। ব্যাংকের ক্ষেত্রে পুরোটা একসাথে তুলে দেয়া যাবে না। কিন্তু একটা মেসেজ যাবে।'

সোমবারের (২৪ মার্চ) প্রাক বাজেট আলোচনায় তামাকের কর বাড়ানো, শিক্ষা-চিকিৎসা ও খাদ্যে ভ্যাট পাঁচ শতাংশের নিচে রাখা, করের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ করা, করমুক্ত আয়সীমা বাড়ানোসহ রাজস্ব সংক্রান্ত ৩৫ প্রস্তাব দেয় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। পরামর্শ আসে এনবিআরের গবেষণা বাড়ানোর।

এসময় ধাপে ধাপে পণ্য-সেবায় ভ্যাটের হার সর্বনিম্ন ১৫ শতাংশে নিয়ে আসা হবে জানান এনবিআর চেয়ারম্যান। কর অব্যাহতির মাধ্যমে নতুন শিল্পকে স্বাগত জানালেও, করপোরেট ট্যাক্স হার কমানো সম্ভব নয় বরং অব্যাহতি তুলে নেয়া হবে প্রতিষ্ঠিত কোম্পানি থেকে।

এদিকে আরও কিছু কাজ বাকি থাকায় ঈদের আগে রাজস্ব নীতি ও প্রশাসন আলাদা করা হচ্ছে না বলে জানান তিনি।

এসএস