দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া প্রবাসী আয়ে সমৃদ্ধ জনপদ ফেনী। ভাটির এই জনপদ শিল্পায়নে এগিয়ে থাকার কথা থাকলেও রয়েছে যোজন যোজন পিছিয়ে। নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে বিসিক শিল্প নগরীর বিরুদ্ধে। শিল্প উদ্যোক্তারা জানান গ্যাস, বিদ্যুতের সংযোগ পেতে ভোগান্তি, অতিরিক্ত করের চাপে অতিষ্ঠ তারা।
বিসিক শিল্পনগরী ফেনীর সভাপতি ড. বেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘যেখানে বিসিকের আমাদের প্রতিবন্ধকতা দূর করার কথা ছিল, আমাদের সার্বিক সাপোর্ট দেয়ার কথা ছিল সেদিক থেকে বিসিক শিল্পাঞ্চলে আমরা শিল্প করেছি। কিন্তু আমরা প্রতিবন্ধকতায় জর্জরিত।’
এছাড়া রয়েছে বর্ষায় জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, আলো স্বল্পতা ও নিরাপত্তার ঝুঁকি। বিনিয়োগকারীদের অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন ধরে লোকসানে তারা। বাড়তি কর দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা।
তবে সমস্যা সমাধানের পাশাপাশি শিল্প নগরীর উন্নয়নে নানা উদ্যোগের কথা জানায় কর্তৃপক্ষ।
বিসিক ফেনীর শিল্পনগরী কর্মকর্তা বদিউল আলম বলেন, ‘সিটি করপোরেশন ও পৌরসভার সাথে মিটিং হয়েছে। আগামী সভায় ডিসি মহোদয়ের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। সমস্যাগুলো সমাধানের একটা উপায় আমরা ইন শা আল্লাহ পাব। গ্যাস ও বিদ্যুতের কিছু সমস্যা আছে। আশা করি এগুলো অচিরেই সমাধান হবে।’
সদর উপজেলার চাড়িপুর মৌজায় ১৯৬২ সালে ২৫ দশমিক ৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় ফেনী বিসিক শিল্পনগরী। এ নগরীর ১৫২টি প্লটের মধ্যে ১০টি প্রশাসনিক কাজের জন্য, বাকিগুলো শিল্প ইউনিট স্থাপনে বরাদ্দ দেয়া হয়। যেখানে গড়ে ওঠে রপ্তানিমুখী ওষুধ, টাওয়েল, হ্যান্ড মেইড পেপার, জুট, রাবারসহ প্রায় অর্ধশত শিল্প কারখানা।