নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসেন খান। তার গ্রামের বাড়ি বরিশালের কাজিরহাট থানার বিদ্যানন্দ এলাকায়। তিনি ম্যাঙ্গোটেক্স কারখানার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আজ সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং হয়। এতে সমঝোতা না হওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার সময় শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন এবং একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এ সময় পাঁচ জন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এদের মধ্যে একজন মারা যায়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।
এ ব্যাপারে এনাম মেডিক্যাল কলেজ কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, আমাদের হাসপাতালে তিনজন গুলিবিদ্ধ শ্রমিককে আনা হলে তাদের মধ্যে কাউসার নামে একজন মারা যান। বাকি দু'জনের চিকিৎসা চলছে।