শিল্প-কারখানা
অর্থনীতি
0

পরিকল্পনা নেয়া হয়েছে, এই অর্থবছরে ৬.৭৫% প্রবৃদ্ধি হবে: প্রধানমন্ত্রী

আগামী অর্থবছরের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশে প্রবৃদ্ধি হার ৬.৭৫ শতাংশ বৃদ্ধি হবে বলেও জানান তিনি। আজ (বুধবার, ৩ জুলাই) সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, 'আঞ্চলিক ট্রানজিট ও যোগাযোগ সুবিধার লক্ষ্যে ভুটান, নেপাল, ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। সারাবিশ্বের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উদ্যোগ নিয়েছে সরকার।'

সরকারপ্রধান বলেন, 'আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে তেল যাচ্ছে। যা নাটোর পর্যন্ত নিয়ে আসা হবে। এতে উত্তরাঞ্চলের চাহিদা পুরোন হবে। গড়ে উঠবে শিল্পকারখানা।'

তিনি বলেন, 'ত্রিপুরা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী বাস চলাচল করায় রাস্তার ভাড়া পাচ্ছে বাংলাদেশ। এতে সাধারণ মানুষের উপকার হচ্ছে। বাংলাদেশসহ নেপাল, ভুটান ও ভারত এই চার দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একসঙ্গে কাজ করছি। এজন্য ট্রানজিট ব্যবহারের চুক্তি করেছি। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ থাকা রেল ও নৌ পথের যোগাযোগ উন্মুক্ত করে দেয়া হচ্ছে। নেপাল থেকে জলবিদ্যুৎ কিনতে যাচ্ছে সরকার।'

প্রধানমন্ত্রী বলেন, 'গ্লোবাল ভিলেজের যুগে ব্যাবসা বাণিজ্য ও যোগাযোগের দরজা বন্ধ করে থাকা যায় না।'

যথাযথভাবে বাজেট বাস্তবায়নের সকলকে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

এসএস