দু'দফায় বাড়ানোর পর জরিমানাহীন রিটার্ন জমার সময় আছে আরও দশ দিন। এরই মধ্যে আয়কর রিটার্ন সংখ্যা বাড়াতে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটিসহ বেশকিছু আর্থিক প্রতিষ্ঠানের অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করায় এসব অঞ্চলের অন্তত ১২ লাখ রিটার্নদাতাকে অনলাইনে আনার লক্ষ্য ছিল এনবিআরের।
অন্যান্য বছরগুলোতে অনলাইনে সর্বোচ্চ চার থেকে ৫ লাখের মতো রিটার্ন পড়তো অনলাইনে। তবে এবার, মোট রিটার্ন না বাড়লেও অনলাইন রিটার্ন জমায় সফল এনবিআর।