আগে মোটরগাড়ীর গ্যারেজ ও ওয়ার্কশপে গাড়ি মেরামত করলেই ১০ শতাংশ ভ্যাট দিতে হতো সরকারকে।
তবে অর্থবছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্য ও সেবার সঙ্গে এ খাতেও পাঁচ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে এনবিআর।
পরে ব্যবসায়ীদের দাবির মুখে আগের ভ্যাটই বহাল রাখার সিদ্ধান্ত নিলো এনবিআর। যদিও আগ থেকেই পূর্বের ১০ শতাংশ থেকেও কাটছাঁট করে পাঁচ শতাংশে নামিয়ে আনার দাবি ছিল গ্যারেজ ব্যবসায়ীদের।