আল-মাশাত দেশটির বিনিয়োগের পরিবেশ উন্নত করার জন্য সরকারের পরিকল্পনার তুলে ধরেন। এতে রয়েছে বিশ্বব্যাপী অংশীদারদের থেকে ৪২০ কোটি ডলারের সামষ্টিক অর্থনৈতিক সাহায্য সুরক্ষিত করা।
তিনি আরো জানান, ২০২৩-২৪ অর্থবছরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ৪ হাজার ৬১০ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার কোটি ডলার।
মিশরের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকার চলমান প্রকল্পগুলো শেষ করার পাশাপাশি বর্তমানে বিনিয়োগ বিচিত্রকরণে মনোনিবেশ করছে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সামষ্টিক অর্থনৈতিক সহায়তার দ্বিতীয় পর্যায়েও আলোচনা চলছে দেশটির। যার মধ্যে বাজেট সহায়তা হিসেবে মোট ৪০০ কোটি ইউরো এবং বিনিয়োগের গ্যারান্টি হিসেবে ১ হাজার ৮০০ কোটি বিলিয়ন ইউরো রয়েছে।
এছাড়া পরিকল্পনা মন্ত্রী মিশরের নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রগতি তুলে ধরেন। দেশটি পরিষ্কার জ্বালানি প্রকল্পের জন্য এখন পর্যন্ত ৩৯০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে বলেও জানা গেছে।