আন্তর্জাতিক বাণিজ্য
0

আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস মিসরের

মিশরের পরিকল্পনামন্ত্রী রানিয়া আল-মাশাত পূর্বাভাস করেছেন, চলমান সংস্কারের কারণে চলতি অর্থবছরে মিসর ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে। সুয়েজ খালে আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও দেশটির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে বলে তিনি জানান। সম্প্রতি আরব নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আল-মাশাত দেশটির বিনিয়োগের পরিবেশ উন্নত করার জন্য সরকারের পরিকল্পনার তুলে ধরেন। এতে রয়েছে বিশ্বব্যাপী অংশীদারদের থেকে ৪২০ কোটি ডলারের সামষ্টিক অর্থনৈতিক সাহায্য সুরক্ষিত করা।

তিনি আরো জানান, ২০২৩-২৪ অর্থবছরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ৪ হাজার ৬১০ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার কোটি ডলার।

মিশরের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকার চলমান প্রকল্পগুলো শেষ করার পাশাপাশি বর্তমানে বিনিয়োগ বিচিত্রকরণে মনোনিবেশ করছে।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সামষ্টিক অর্থনৈতিক সহায়তার দ্বিতীয় পর্যায়েও আলোচনা চলছে দেশটির। যার মধ্যে বাজেট সহায়তা হিসেবে মোট ৪০০ কোটি ইউরো এবং বিনিয়োগের গ্যারান্টি হিসেবে ১ হাজার ৮০০ কোটি বিলিয়ন ইউরো রয়েছে।

এছাড়া পরিকল্পনা মন্ত্রী মিশরের নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রগতি তুলে ধরেন। দেশটি পরিষ্কার জ্বালানি প্রকল্পের জন্য এখন পর্যন্ত ৩৯০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে বলেও জানা গেছে।

এএম