৬ দিনের ছুটি শেষে আগামীকাল (শনিবার, ৪ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় শুরু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানিয়েছেন, দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বন্দর বন্ধ ছিল। শনিবার থেকে দুই দেশের ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে বাণিজ্য কার্যক্রম শুরু করবেন।
তিনি বলেন, ‘শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে আজ (শুক্রবার, ৩ অক্টোবর) পর্যন্ত টানা ৬দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আগামীকাল শনিবার সকাল থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।’