আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ মিয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৬ থেকে ৯ জুন পর্যন্ত ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আজ থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। আমদানির তুলনায় রপ্তানি বেশি হওয়ায় রপ্তানিমুখী হিসেবেই পরিচিত দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর।