ঈদুল আজহার ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আখাউড়া স্থলবন্দর
আখাউড়া স্থলবন্দর | ছবি: সংগৃহীত
0

পবিত্র ঈদুল আজহার ৪ দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ জুন) সকাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়। তবে ছুটির সময় বন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ মিয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৬ থেকে ৯ জুন পর্যন্ত ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আজ থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। আমদানির তুলনায় রপ্তানি বেশি হওয়ায় রপ্তানিমুখী হিসেবেই পরিচিত দেশের অন্যতম বৃহৎ এ স্থলবন্দর।

এনএইচ