আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মিয়া শানু বলেন, 'ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আট দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে আগামী ৪ এপ্রিল। এরপর ৫ এপ্রিল থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।'
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, তোলা, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়।