সাম্প্রতিক সময়ে সড়কপথে পণ্য পরিবহন বিঘ্নিত হলেও সচল ছিল নৌপথ

0

সাম্প্রতিক সময়ে সড়কপথে পণ্য পরিবহন বিঘ্নিত হলেও সচল ছিল নৌপথ। ফলে শিল্পের কাঁচামাল ও জ্বালানি তেল সরবরাহ ছিল অনেকটা নির্বিঘ্ন। কম খরচে পণ্য পরিবহন ও বিপণনে ছোট ছোট নৌরুট সচল করার দাবি শিল্প মালিকদের। নৌপথে পণ্য পরিবহন বাড়াতে সারা দেশে নদী পথের সংযোগস্থল বরিশালের কালিগঞ্জসহ পাবনার বাঘাবাড়ি-নগরবাড়ি নৌরুট ড্রেজিংয়ের দাবি তাদের।

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৯০ শতাংশ পণ্য আমদানি ও রপ্তানি হয়। এর মধ্যে ১২ কোটি মেট্রিকটন পণ্য আসে খোলা বা কার্গো জাহাজে।

যদিও বন্দর চ্যানেলের নাব্যতা কম থাকায় বড় জাহাজে আসা শিল্প কারখানার কাঁচামাল এবং ভোগ্যপণ্য খালাস হয় বহির্নোঙরে লাইটারেজ জাহাজের মাধ্যমে। সার, গম, লবণ, চিনি, ভোজ্যতেল, সিমেন্ট ক্লিঙ্কার, পাথর, স্টিল, এইচ আর কয়েল এসব পণ্যের সিংহভাগই খালাসের পরে নদীপথে দেশের বিভিন্ন স্থানে নেয়া হয়।

সম্প্রতি দেশের উদ্ভূত পরিস্থিতিতে যান চলাচল বাধাগ্রস্ত ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় পণ্য পরিবহনে তৈরি হয় সংকট। বিঘ্নিত হয় কনটেইনার জাহাজ থেকে পণ্য খালাস ও ডেলিভারি।

যদিও এই সময় বহির্নোঙরে থাকা বড় কার্গো জাহাজ থেকে পণ্য খালাস ছিল অনেকটাই স্বাভাবিক। চার দিনে প্রায় ৪ লাখ মেট্রিকটন পণ্য খালাস হয় এবং নৌপথে পরিবহন করা হয় দেড় থেকে দুই লাখ মেট্রিকটন।

অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন স্বাভাবিক থাকায় দেশের সাপ্লাই চেইন বিশেষ করে জ্বালানি তেল, খাদ্যশস্য, কয়লা এবং ভারী শিল্পের কাঁচামাল পরিবহনে সংকট হয়নি বলে মনে করেন নৌবাণিজ্য অধিদপ্তর।

নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, ‘নৌ পথে চার ভাগের এক ভাগ খরচ হয় অন্যান্য পথে পরিবহনের চেয়ে।’

জাহাজ মালিকরা বলছেন, নৌপথে পণ্য পরিবহন সাশ্রয়ী ও নিরাপদ। সড়কপথে যেখান প্রতি মেট্রিকটন পণ্য পরিবহনে এক থেকে দেড় হাজার টাকা খরচ হয় সেখানে নৌপথে হয় ৫০০ টাকা।

বাংলাদেশ ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ বলেন, ‘সরকার যদি নৌপথের দিকে নহর দেয় তাহলে জনগণের কাছে খুব কম খরচে পণ্য পৌঁছে যাবে।’

লাইটারেজ জাহাজ মালিকরা বলছেন, বেশ কিছু নৌ রুট ড্রেজিং করা হলেও গুরুত্বপূর্ণ সংযোগস্থল বরিশালের কালিগঞ্জে নাব্যতা কমে গেছে।

এছাড়াও নাব্যতা কমে গেছে ঘোড়াশাল, বাঘাবাড়ি-নগরবাড়ি নৌ রুট, যশোরের নোয়াপাড়া চ্যানেলের। সেই সঙ্গে সন্দীপ চ্যানেলে বেশ কিছু জাহাজ ডুবে গেলেও সেগুলো উদ্ধার না করায় প্রায়ই দুঘর্টনার কবলে পড়েছে লাইটারেজ জাহাজ।

এতে ক্ষতি হচ্ছে জান ও মাল । নিরাপদ ও সাশ্রয়ে পণ্য পরিবহনে নিয়মিত ড্রেজিং ও ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের।

লাইটারেজ জাহাজ মালিক ও কমিশন এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘোড়াশাল, বাঘাবাড়ি-নগরবাড়ি নৌ রুট, যশোরের নোয়াপাড়া চ্যানেলের সবগুলোর এখন ড্রেজিং দরকার। ১০০ শতাংশ নিখুঁত ড্রেজিং করতে হবে।’

মহাসড়কে টোল ও ওজনের সীমাবদ্ধতায় বেড়ে যায় খরচ। এক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণনে বিলুপ্ত হওয়া ছোট ছোট নৌ রুট সচলের দাবি শিল্প মালিকদের।

অ্যাগ্রো হিফস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব হাসান বলেন, ‘আমাদের প্রোডাক্ট কস্ট কম যদি নদীগুলোর দিকে নজর দেয়া যায়। তাহলে আবার চট্টগ্রাম বন্দর ঘুরে দাঁড়াবে।’

গেল বছর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খাদ্য ও শিল্পের কাঁচামালসহ প্রায় সাড়ে ৫ কোটি মেট্রিকটন পণ্য খালাস হয়। এসব পণ্য খালাস করে প্রায় দেড় হাজার লাইটারেজ জাহাজ।

ইএ

শিরোনাম
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা
গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ: জাপানের নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা; এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরের আহ্বান
বাংলাদেশ শান্তিরক্ষীদের একাগ্রতা ও সাহস সারা পৃথিবী জানে: স্বরাষ্ট্র উপদেষ্টা; জাতিসংঘে সুনাম কামানোয় সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ
বৈরী আবহাওয়ার কারনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের সাথে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ, জোয়ারের পানিতে নিঝুমদ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত
রাঙামাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভূমিধসের সতর্কবার্তায় প্রস্তুত ২৬৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত, বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ, নদীবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত
যুক্তরাষ্ট্র-ইসরাইলের দেয়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুইদিনে প্রাণ হারিয়েছে ১০ ফিলিস্তিনি, আহত অন্তত ৬২ জন
যুক্তরাষ্ট্র থেকে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের ঘোষণা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
ক্ষমতার অপব্যবহার করে বিশ্বব্যাপী শুল্কারোপ করেছেন ট্রাম্প: মার্কিন বাণিজ্য আদালত, বিভিন্ন দেশের ওপর আরোপিত বৈশ্বিক শুল্ক স্থগিতের পক্ষে রায়
ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট, এতে ভেস্তে যেতে পারে ইরান-মার্কিন পরমাণু আলোচনা
ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নেয়ার ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক
রিয়াল বেতিসকে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জিতলো চেলসি
মেজর লিগ সকার: লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে মন্ট্রিলকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি
ইমার্জিং দলের টেস্ট: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (সকাল ১০টা); ফ্রেঞ্চ ওপেন ২য় রাউন্ড (বিকাল ৩টা); বিপিএল: ফর্টিস এফসি-চট্টগ্রাম আবাহনী (বিকাল ৪টা); ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ১ম ওয়ানডে (সন্ধ্যা ৬টা); আইপিএল: পাঞ্জাব-বেঙ্গালুরু (রাত ৮টা)
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা
গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ: জাপানের নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা; এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরের আহ্বান
বাংলাদেশ শান্তিরক্ষীদের একাগ্রতা ও সাহস সারা পৃথিবী জানে: স্বরাষ্ট্র উপদেষ্টা; জাতিসংঘে সুনাম কামানোয় সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ
বৈরী আবহাওয়ার কারনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের সাথে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ, জোয়ারের পানিতে নিঝুমদ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত
রাঙামাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভূমিধসের সতর্কবার্তায় প্রস্তুত ২৬৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত, লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত, বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ, নদীবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত
যুক্তরাষ্ট্র-ইসরাইলের দেয়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুইদিনে প্রাণ হারিয়েছে ১০ ফিলিস্তিনি, আহত অন্তত ৬২ জন
যুক্তরাষ্ট্র থেকে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের ঘোষণা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
ক্ষমতার অপব্যবহার করে বিশ্বব্যাপী শুল্কারোপ করেছেন ট্রাম্প: মার্কিন বাণিজ্য আদালত, বিভিন্ন দেশের ওপর আরোপিত বৈশ্বিক শুল্ক স্থগিতের পক্ষে রায়
ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট, এতে ভেস্তে যেতে পারে ইরান-মার্কিন পরমাণু আলোচনা
ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নেয়ার ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক
রিয়াল বেতিসকে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জিতলো চেলসি
মেজর লিগ সকার: লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে মন্ট্রিলকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি
ইমার্জিং দলের টেস্ট: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (সকাল ১০টা); ফ্রেঞ্চ ওপেন ২য় রাউন্ড (বিকাল ৩টা); বিপিএল: ফর্টিস এফসি-চট্টগ্রাম আবাহনী (বিকাল ৪টা); ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ১ম ওয়ানডে (সন্ধ্যা ৬টা); আইপিএল: পাঞ্জাব-বেঙ্গালুরু (রাত ৮টা)