রপ্তানিতে ভর করেই এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। বিদেশের মাটিতে ব্রান্ডিং বাংলাদেশের প্রতিষ্ঠার পাশাপাশি, দেশের রিজার্ভ বাড়াতে রাখে অবদান। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। রপ্তানি খাতকে উৎসাহিত করতে প্রতিবছর দেয়া হয় জাতীয় রপ্তানি ট্রফি।
রোববার ( ১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রপ্তানি ব্যুরোর উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে ৩২টি বিভাগে ৭৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ট্রফি প্রদান শেষে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন কীভাবে তার সরকার বেসরকারি খাতকে বাণিজ্যের ধারায় গতিশীল রেখেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।’
বৈশ্বিক পরিস্থিতিতে ইউরোপসহ অনেক দেশ চাপে আছে, সেই সুযোগে ব্যবসায়ীদের নতুন নতুন বাজার খোঁজার তাগিদ দেন সরকার প্রধান।
এসময় পণ্যের বহুমুখীকরণে ব্যবসায়ীদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘পণ্যের বিস্তৃতিতে গবেষণার বিকল্প নেই।’
বক্তব্যে দেশিয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী।